
মঙ্গলবার ০৬ মে ২০২৫
অতীশ সেন: জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে যাওয়ার সময় হাতির হামলায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। এক পুলিশ আধিকারিক দ্রুততার সঙ্গে হাতিটিকে তাড়িয়ে বাঁচালেন মধ্যবয়সী ওই ব্যক্তির প্রাণ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের ভেতর মহাকাল ধাম সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ গরুমারা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া চালসা-ময়নাগুড়ি জাতীয় সড়ক ধরে লাটাগুড়ির অভিমুখে যাচ্ছিলেন মেটেলির শালবাড়ি মোড় এলাকার ব্যবসায়ী শুক্রো মহম্মদ (৫৫)। তিনি জঙ্গলের মাঝে থাকা মহাকাল ধাম পেরিয়ে কিছুটা এগোতেই পাশের জঙ্গল থেকে রাস্তার উপর হঠাৎ করে একটি বুনো হাতি উঠে আসে। হাতিটি বাইকে ধাক্কা দিলে তিনি টাল সামলাতে না পেরে হাতির সামনে বাইক নিয়ে পড়ে যান। হাতিটি এরপর তাঁকে আক্রমণ করার জন্য ছুটে আসে।
সেই সময় ওই এলাকায় ডিউটিতে থাকা 'ট্যুরিস্ট বন্ধু' সুরজিৎ মল্লিক গাড়ি নিয়ে ওই পথেই নজরদারি চালাচ্ছিলেন। দূর থেকে ঘটনাটি দেখে গাড়ি নিয়ে সেই দিকে ছুটে যান। সুরজিৎ বাবু গাড়ির হুটার এবং হর্ন বাজিয়ে হাতিটির কাছাকাছি গিয়ে সেটিকে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরানোর চেষ্টা করতে থাকেন। হাতিটি জঙ্গলে ঢুকে যাওয়ার পর রাস্তায় পড়ে থাকা জখম শুক্রো মহম্মদ-কে তিনিই উদ্ধার করে মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে যান।
আঘাত গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর শুক্রে মহম্মদকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, সুরজিৎ মল্লিকের তৎপরতাতেই এ দিন হাতির হামলা থেকে বাইক সওয়ার প্রাণে বাঁচলেন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও